ব্যান করা সত্ত্বেও দর্শক ভর্তি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হল দ্য কেরালা স্টোরি, উপচে পড়লো ভিড়!

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রকাশিত ‘দ্য কেরালা স্টোরি’ মুভিটি নিয়ে উত্তাল গোটা রাজ্য। সোমবার বিকেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুভিটিকে ব্যান করেছেন। মুভিটি ব্যান করা নিয়ে প্রশ্ন উঠছে হাজারো। কেউ কেউ বলছেন মুভিতে থাকা সন্ত্রাসবাদি সংগঠনের পাশে দাঁড়াবার জন্য মুভিটিকে ব্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় মুভিটি অশান্তির উস্কানি হিসেবে কাজ করবে বলে ব্যান করা হয়েছে।

Advertisements
You May Like This

তবে সোমবার বিকেলে গোটা রাজ্যে মুভিটি ব্যান করা হলেও জলপাইগুড়ির এক মাল্টিপ্লেক্সে নাইট শোতে হল ভর্তি দর্শক নিয়ে প্রদর্শিত হল মুভিটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের পরিচালনায় সৃষ্ট এই ছবিটি মিস করতে চাইলেন না অনেক দর্শকই। এই কারণে উপচে পড়া ভীর নিয়ে প্রদর্শিত হল ‘দ্য কেরালা স্টোরি’। যদিও এই ঘটনা নিয়ে কোনরূপ জবাবদিহি করতে নারাজ ওই মাল্টিপ্লেক্সের কর্মচারীরা। ছবিটি ব্যান করা নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ বলছেন, ছবিটি কি দেখলাম বুঝলামই না, ভালো না মন্দ বুঝতেই পারলাম না, তাও ব্যান করা হলো ছবিটি?

Advertisements

আবার কেউ কেউ সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলছেন, সরকার যখন ব্যান করেছে তার নিশ্চয়ই কোন কারণ রয়েছে। তবে যদি কোনদিনও দেখবার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই ছবিটিকে একবার দেখব। তেমনই এক দর্শক দীপক রাউত বলেছেন, ‘আমি ছবি দেখতে ভালবাসি। আমার ইচ্ছা ছিল ছবিটি দেখবার। কিন্তু ব্যান করার কারণে ছবিটি দেখতে পারলাম না। তবে কেন ব্যান করল তা বুঝতে পারিনি। হয়তো কোন হিংসার কারণ রয়েছে।’ যদিও এই বিষয়টি নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *