‘পাকিস্তান এখন দেউলিয়া’, প্রকাশ্যে জানিয়ে দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ!

চাকদহ ২৪x৭ ডিজিটাল ব্যুরো : গভীর আর্থিক সংকটে রয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মতো এবার দেউলিয়ার পথে তারা। জ্বালানি তেল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। বিদেশ থেকে সাহায্যের রাস্তা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। পাকিস্তানি টাকায় ১ লিটার দুধের দাম ২১০ টাকা, ১ কেজি মুরগির দাম ৭৮০ টাকা। হাড়বিহীন মুরগির দাম দাঁড়িয়েছে প্রতি কেজি ১০০০ থেকে ১১০০ টাকা। এমন পরিস্থিতিতে দ্রব্য মূল্যের বৃদ্ধি নিয়ে কথা বলেছেন  পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

Advertisements

শনিবার শিয়ালকোটে একটি বেসরকারি কলেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আর সেই অনুষ্ঠান থেকে পাক প্রতিরক্ষামন্ত্রী  বলেন, ‘সবাই শুনেছেন যে পাকিস্তানে চরম আর্থিক সংকট চলছে। আমরা এখন দেউলিয়া দেশে বাস করছি। আপনি যা শুনছেন তা সত্য। এখন আমাদের নিজেদের পথ খুঁজে নিতে হবে। শুধু তাই নয় এই ঘটনার জন্য তিনি ইমরান খানকে দায়ী করে বলেন, ইমরান খানের শাসনামলে দেশে আবারও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। দেশে এখন এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে।’

Advertisements

তিনি আরও বলেন, ‘ইমরান খান সরকার দেশের যে হাল করেছেন তাতে মনে হচ্ছে সন্ত্রাসই দেশের নিয়তি। কিন্তু আমরা এখন আইএমএফ থেকে ঋণ নিয়ে দেশকে বাঁচানোর চেষ্টা করছি।’ প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান ও আইএমএফের মধ্যে ৬.৫ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজ নিয়ে একটি চুক্তি হয়েছে। তবে কিছু শর্ত আটকে থাকায় IMF পাকিস্তানের $1.1 বিলিয়ন কিস্তি বাতিল করেছে। তবে পাকিস্তানের বেলআউট প্যাকেজ নিয়ে আলোচনা চালাবে আইএমএফ (IMF)।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *