আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সম্ভাব্য ফলাফল, মাথায় হাত মমতার!

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে ইতিমধ্যে সারা দেশ জুড়ে আগ্রহ তুঙ্গে। আর এর মধ্যে সামনে এসেছে একের পর এক সমীক্ষা যেখানে বিজেপি পরিচালিত NDA জোটের ৩৭০ + আসন পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। অবশ্য বিজেপির তরফে ৪০০টি আসন পাওয়ার কথা বলা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্বকে ৩৫টি আসনের লক্ষ্য স্থির করে দিয়েছে।

Advertisements
You May Like This

তবে বিভিন্ন সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত জয়ের সম্ভাবনা ৯টি আসনে। যার মধ্যে রয়েছে (১) রানাঘাট (২) বনগা (৩) আরামব্যাগ (৪) তমলুক (৫) কাঁথি (৬) ঘাটাল (৭) আসানসোল (৮) কোচবিহার (৯) আলিপুরদুয়ার। এর পাশাপাশি ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে ১৩ টি আসনে যেগুলো হল (১) কৃষ্ণনগর (২) জলপাইগুড়ি (৩) দমদম (৪) বারাসাত (৫ ) বালুরঘাট (৬ ) কলকাতা উত্তর (৭ ) হাওড়া (৮) হুগলি (৯) পুরুলিয়া (১০) বাঁকুড়া (১১) বিষ্ণুপুর (১২) বার্ধমান-দূর্গাপুর (১৩) বোলপুর। আর এই আসন গুলিতে ৯০% আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির।

Advertisements

এছাড়া তৃণমূল ও অন্যান্য দলের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই ১২ টি আসনে। এই আসন গুলির মধ্যে রয়েছে (১) রায়গঞ্জ (২) মালদা উত্তর (৩) মালদা দক্ষিণ (৪) ব্যারাকপুর (৫) জয়নগর (৬) মথুরাপুর (৭) ডায়মন্ড হারবার, (৮) শ্রীরাম (৯) ঝাড়গ্রাম (১০) মেদিনীপুর (১১) বর্ধমান পূর্ব (১২) বীরভূম । এর মধ্যে কমপক্ষে ৪-৬ টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির।তবে বিজেপির জেতার সম্ভাবনা নেই এমন ৭ টি আসন রয়েছে। এই আসন গুলোর মধ্যে রয়েছে (১) জঙ্গীপুর (২) বহরমপুর (৩) মুর্শিদাবাদ (৪) বসিরহাট (৫) যাদবপুর (৬) কলকাতা দক্ষিণ (৭) উলুবেড়িয়া ।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *