রাজ্যে ব্যান হলো দ্য কেরালা স্টোরি! নিজের রাজ্যে নিজের সিনেমা ব্যান হওয়ায় গর্জে উঠলেন প্রযোজক!

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ বর্তমানে শিরোনামে রয়েছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বপ্রথম ব্যান হলো ছবিটি। ছবিটির প্রেক্ষাপট সিপিএম শাসিত কেরল রাজ্য। তাই ছবিটি নিয়ে চাপানউতরের কোন খামতি নেই। কেরালার মুখ্যমন্ত্রী ছবিটি নিয়ে কড়া সমালোচনা করলেও ছবিটি ব্যান হয়নি কেরালায়। কিন্তু ব্যান হতে হল পরিচালকের নিজের রাজ্য পশ্চিমবঙ্গেই। 

Advertisements
You May Like This

রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, ছবিটি অশান্তির উস্কানিমূলক। যে কারণে মাননীয়া তড়িঘড়ি মুখ্যসচিব কে নির্দেশ দিয়েছেন রাজ্যের সকল সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে দিতে হবে ধর্মান্তকরণের প্রেক্ষাপটে সৃষ্ট এই ছবিটি। এমন নির্দেশে বিরোধীপক্ষ বিজেপি শিবির জানিয়েছেন, ছবিটিকে হাতিয়ার করে মাননীয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক নিজের কাছে টানবার চেষ্টা চালাচ্ছে। ব্যান করা প্রসঙ্গে ছবিটির প্রযোজক বলেছেন, মাননীয়া যদি সত্যিই এমনটা করে থাকেন তাহলে আমরা হাইকোর্টের দ্বারগ্রস্ত হব। কি কারনে সারাদেশে ব্যান না করা ছবিটি নিজের রাজ্যে এসেই ব্যান হয়ে গেল? এই প্রশ্নই উঠছে সকলের মনে। 

ছবিটিতে নাকি নির্দিষ্ট কোন সম্প্রদায়কে আক্রমণ করা হয়েছে, এমনই অভিযোগ এনে ছবিটির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা হয়েছিল হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট-এ। কেরল হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ছবিটি মোটেই ইসলামোফোবিক নয়। ছবিটি ব্যান করা নিয়ে সমালোচনা করেছেন রাজনৈতিক মহলের একাংশ। দেশের কেন্দ্রীয় তথা সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, ‘পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ছবিটি কে ব্যান করা একদমই উচিত হয়নি।’ তিনি সরাসরি মমতাদির কাছে জানতে চেয়েছেন, কেন ছবিটার আসল সত্য দর্শকদের সামনে আসতে দিতে নারাজ মুখ্যমন্ত্রী? কি পাচ্ছেন তিনি ছবিতে থাকা সন্ত্রাসবাদী সংগঠনের পাশে দাঁড়িয়ে?

Advertisements

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *