গ্রেপ্তার হলেন ইমরান খান , পাকিস্তান আর্মির উপর হামলা পাকিস্তানের জনগনের!

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চিরকালই রয়েছে খবরের শিরোনামে। সম্প্রতি পাকিস্তানের দুরবস্থার কারণে পাকিস্তানের অন্তরদ্বন্দ্বই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের রেঞ্জাররা ইসলামাবাদ হাইকোর্ট থেকে প্রাক্তন রাষ্ট্রপতি ইমরান খান কে বার করে এরেস্ট করে। এবং তাকে বন্দী করা হয় জেলে। এই ঘটনার কারণে বর্তমানে তোলপাড় হচ্ছে পাকিস্তান। ইমরান খান পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি। তাকে এরূপ-অপমান করে গ্রেপ্তার করবার কারণে পাকিস্তানের আমজনতা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তানি মিলেটারির উপর।

Advertisements

শোনা যাচ্ছে ইমরান খানকে করা হচ্ছে অত্যন্ত অত্যাচার তার ওপর ব্যবহার করা হয়েছে পেপারস প্রে এমনকি লাঠিও। এইসব কারণে পাকিস্তানে ক্ষিপ্ত হয়ে উঠেছে আমজনতা। ক্ষিপ্ত আমজনতা পাকিস্তানি পুলিশ, পাকিস্তানি আর্মির, সমস্ত হেডকোয়ার্টার জ্বালাতে শুরু করেছে। পাকিস্তানে থাকা তাদের শহীদ মেমোরিয়ালকেও পাথর ছুড়ে, লাঠি দিয়ে মেরে, এমন কি আগুন জ্বালিয়ে ধ্বংস করবার চেষ্টা করেছে পাকিস্তানি আমজনতা। বিভিন্ন ভিডিও, ফুটেজ সামনে আসবার কারণে সারা পৃথিবী দেখতে পাচ্ছে পাকিস্তানি আমজনতার ক্ষোভ। তেমনি এক ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানি আর্মির কনভয়ের উপর আমজনতা অগুন্তি পাথরবৃষ্টি কড়ছে। পাকিস্তানি আমজনতার চোখে তাদের প্রাক্তন রাষ্ট্রপতি ইমরান খান একজন আসল হিরো।

Advertisements

এই ভাবনার কারণে ধীরে ধীরে প্রচুর পাকিস্তানি আমজনতা নামছেন রাস্তায়। এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের অভ্যন্তরে থাকা অন্যান্য দলগুলি পাকিস্তানের বর্তমান সরকারকে নামাতে উদাত্ত হবেন। এবং পাকিস্তানের শুরু হবে সিভিল ওয়ার। সিভিল ওয়ার হবার আশঙ্কা ক্রমশ প্রবল হয়ে পড়ছে পাকিস্তানে। বর্তমানে পাকিস্তানের ইনফারশন রেট 40% যা, শ্রীলংকার থেকেও অনেক বেশি। যে কারণে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তানি আমজনতা। তার ওপর তাদের পছন্দের জনপ্রতিনিধির এরুপ এর অত্যাচার তাদের কাছে হয়ে উঠেছে অসহনীয়। বর্তমানে ইমরান খানের উপর দায়ের করা হয়েছে ১২১ টির মতো মামলা। সম্প্রতি তাকে অ্যারেস্ট করা হয়েছে তার ওপর করা করাপশনের মামলার কারণে।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *