সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর এই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদির বাংলা সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহে বাংলায় আসতে পারেন তিনি। শুধু তাই নয় বাংলায় এসে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই এমন খবর রয়েছে।

Advertisements

বিজেপি সূত্রে খবর, ১ মার্চ তিনি আরামবাগ এবং ২ মার্চ কৃষ্ণনগরে সরকারি সফরে আসবেন। সেখানে জনসভায় ভাষণও দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৬ তারিখ বারাসাতে এসে তিনি সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করবেন।

Advertisements

এছাড়া বিজেপি সূত্র আরও খবর, মোদী বাংলায় এলে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। সেখানে দলীয় কর্মীদের কি বার্তা দেন রাজ্য বিজেপি সেদিকেই তাকিয়ে আছে সকলে। বিশেষ করে INDI জোট নিয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করতে পারেন তিনি।

এছাড়া বাংলার বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উত্তপ্ত সন্দেশখালিক মামলা নিয়ে মোদি কী বলবেন তার জন্য রাজ্য নেতৃত্ব অপেক্ষা করছে। সন্দেশখালির মানুষ যেভাবে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তা মোদিকে জানাতে চান রাজ্য নেতারা। ফলে বাংলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোদির আক্রমণ শোনার অপেক্ষায় রাজ্য বিজেপির প্রধান কার্যালয়।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *