গরু পাচার মামলায় ইডির দপ্তরে হাজিরা, নিজের শুটিং বাতিল করে দিল্লি পৌছলেন তৃণমূল সাংসদ দেব

চাকদহ ২৪×৭ ডিজিটাল ব্যুরো: নির্দিষ্ট সময় মেনে ইডির দপ্তরে  হাজিরা দিতে পৌঁছলেন তৃণমূল সাংসদ দেব। তার মুখে আবারো শোনা গেল সেই একই সুর, ‘যতবার ডাকবে ততবারই আসব, আমি কোনো চুরি করিনি তাই আমার কোনো ভয় নেই।’ এই দিন দেব জানিয়েছেন, ‘এনামুল হককে আমি সত্যিই চিনি না, আমাকে কেন ডাকা হয়েছে তাও আমি কিছুই জানিনা।’

Advertisements
You May Like This

ইডির ডাকে সাড়া দিয়ে নিজের শুটিং বাতিল করে  দিল্লিতে পৌঁছন দেব। ‘তদন্তের স্বার্থে যদি কিছু সাহায্য লাগে অবশ্যই তিনি সেই সাহায্য করবেন’, এমনটাই সমাজ মাধ্যমে জানিয়েছেন টলিউড অভিনেতা তথা তৃণমূল সংসদ দীপক অধিকারী। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি এই গরু পাচার মামলার জন্যই নিজাম প্যালেসে প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ঘাটালের এই সাংসদকে। তার প্রায় দেড় বছর পর আবারও ইডির দরজায় পৌঁছলেন দেব।

Advertisements

চলতি মাসের শুরুতেই তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন এই তারকা সাংসদ। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি -তিনটি পদেই ইস্তফা দিয়েছেন এই তৃণমূল সাংসদ। ভোটের আগে এমন সিদ্ধান্ত গ্রহণে সারা পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। পদত্যাগের মধ্যে দিয়ে কি ভোটে না লড়ার আগাম বার্তা জানাচ্ছেন দেব? এমনই গুঞ্জন ছুটছে গোটা রাজনৈতিক মহল জুড়ে। তবে দিল্লি থেকে ফেরার পর তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে সাক্ষাৎ সকল জল্পনার অবসান ঘটিয়েছে। এই সাক্ষাতের পরই ফের ভোটে দাঁড়াবার ইঙ্গিত দেন ঘাটালের এই সংসদ।

Related posts:

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *